রাস উৎসবে মেতেছে শ্রীচৈতন্যের নবদ্বীপধাম – কবে হচ্ছে কার্নিভাল, জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার ভোর থেকেই রাস উৎসবে মেতেছে নবদ্বীপ। বিভিন্ন মণ্ডপে পুজো, হোমযজ্ঞ দেখার জন্য দীর্ঘ লাইন পড়ে। বাইরে থেকে বহু মানুষ নবদ্বীপে প্রতিমা দর্শনে আসেন। শুক্রবার থেকেই তাই নবদ্বীপ ধাম স্টেশন, বিষ্ণুপ্রিয়া হল্ট, বাস স্ট্যান্ড এবং ফেরিঘাটে ছিল যথেষ্ট ভিড়।
নবদ্বীপের তেঘড়িপাড়ায় রীতি মেনে তন্ত্র সাধক ভৃগুরামের প্রতিষ্ঠিত বড় শ্যামা মায়ের পুজো হয় তন্ত্র মতে। বলা হয়, এই পুজো ৩০০ বছরের প্রাচীন। দেবীকে স্বর্ণালংকারে সাজানো হয়। এদিন অনেকেই গঙ্গাস্নান করে দণ্ডিকেটে পুজো মণ্ডপে এসে বড় শ্যামার কাছে পুজো দেন। এই এলাকায় আরও রয়েছেন ভড়পাড়ার মেজো শ্যামা, সুধাংশু চ্যাটার্জি লেনের সেজো শ্যামা এবং ছোট শ্যামা।
এছাড়া রাসের প্রথম পুজো এলানিয়া কালী, ব্যাদড়াপাড়া ও আমপুলিয়া পাড়ার শবশিবা, দণ্ডপাণিতলার মুক্তকেশী, যোগনাথতলার গৌরাঙ্গিনী মাতা, চারিচারা বাজারের ভদ্রকালী, শ্রীবাস অঙ্গন রোডের বিন্ধ্যবাসিনী মাতা। বড়ালঘাটের ভুবনেশ্বরী, ফাঁসিতলার কৃষ্ণকালী মাতা, আমড়াতলা ও বঙ্গপাড়া মহিষমর্দিনী, প্রাচীন মায়াপুরের মহাচক্ররাস, রাম গোবিন্দ রোডের ভারতমাতা, পোড়ামাতলার মহিষাসুরমর্দিনী মাতার পুজো মণ্ডপে সকাল থেকেই বহু দর্শনার্থী ভিড় জমান।
এছাড়াও, হাইকোর্টের নির্দেশ মেনে প্রতিটি পুজো কমিটির তিন থেকে পাঁচজন সদস্য নবমী পুজো দিতে আসে পোড়ামাতলায়। সেখানে বড় শ্যামা মায়ের কাছে রাত জেগে দণ্ডি কাটেন পুণ্যার্থীরা। মণিপুর ঘাট থেকে তেঘড়িপাড়ার বড় শ্যামা মায়ের মন্দির পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ দণ্ডি কাটেন ভক্তরা। নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি ভোক্তার আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তবে এবছর পাঁঠাবলি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
নবদ্বীপে রাসের সময় দেড় হাজারের মতো পুলিস কর্মী থাকছেন। প্রতি বছরের মত সাহায্যকারী বুথ থাকছে। দুজন অতিরিক্ত পুলিস সুপার থাকছেন। ১৫ জন ডিএসপি, ২৫ জনের মতো ইন্সপেক্টর, ৬০ জন সাব ইন্সপেক্টর এবং বাকি আরও অফিসাররা থাকছেন। পকেটমারি, ইভটিজিং রুখতে স্পেশাল ফোর্স থাকছে। প্রায় দেড়শো সিসি ক্যামেরার নজরদারি রয়েছে শহরজুড়ে।
রাস পুজোর পরের দিন অর্থাৎ শনিবার প্রতিমা নিয়ে শোভাযাত্রার (আড়ং) রীতি রয়েছে নবদ্বীপে। তবে বেশ কয়েক বছর ধরে শোভাযাত্রার একদিন পরেই নবদ্বীপে পুরসভার পরিচালনায় কার্নিভালের আয়োজন করা হয়। এ বছর ১৮ নভেম্বর কার্নিভাল, যাতে ১৮ টি বারোয়ারি এবং ক্লাবের প্রতিমা অংশ নেবে।