বিনোদন বিভাগে ফিরে যান

পাটনার গান্ধী ময়দানে প্রকাশ্যে ‘পুষ্পা: দ্য রুল’-র ট্রেলার

November 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘পুষ্পা: দ্য রাইজ’-র পর এবার ‘পুষ্পা: দ্য রুল’-র মুক্তির পালা। টিজারেই সাড়া ফেলে দিয়েছিল কাহিনি। এবার পাটনার গান্ধী ময়দানের বিগ বাজেট অনুষ্ঠানে প্রকাশ্যে এল ‘পুষ্পা: দ্য রুল’-র ট্রেলার।
‘পুষ্পা ২’ মুক্তির আগেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।

চন্দন দস্যুর ব্যবসা, রাজা হয়ে ওঠার গল্প দেখা যাবে ছবিতে। সে’সব ঝলক দেখা গেল ট্রেলারে। সিক্যুয়েলে এবার পুষ্পা বিবাহিত। রশ্মিকা-আল্লুর রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেল ট্রেলারে। আল্লু অর্জুন দাপট এবার আরও ভয়ানক! ট্রেলারে আলাদা করে নজর কাড়লেন ফাহাদ ফসিল, তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। চোর-পুলিশ ইঁদুর দৌড় দেখা যাবে এবারে।

ট্রেলার লঞ্চে রীতিমতো চাঁদের হাট বসেছিল। টিজারে আল্লু অর্জুনকে তিরুপতির গ্রাম দেবতা ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে দেখা গিয়েছিল। অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য তাঁর জন্ম। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশে ঝড় তুলেছিল আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার ছবি।

দ্বিতীয় ছবি ‘পুষ্পা: দ্য রুল’-র শুটিং ২০২২ সালেই শুরু হয়। দর্শকদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিলই। ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকেই তা বেড়ে যায়। রবিবার সন্ধ্যায় সিনেমার ট্রেলার মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর একই সঙ্গে সাতটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Patna, #Pushpa the rule, #Gandhi

আরো দেখুন