রাজ্য বিভাগে ফিরে যান

শিয়ালদহে সুড়ঙ্গের কাজের জের, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো কী কী পরিবর্তন সোমবার থেকে?

November 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশে মেট্রোর সুড়ঙ্গে কাজ চলার জেরে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল থেকে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুট মেট্রো পরিষেবায় কিছু রদবদল হয়েছে। সোমবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে।

সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর গ্রিন লাইন ২-তে দৈনিক ১৫০টি মেট্রো পরিষেবা পাওয়া যায়। ৭৬টি মেট্রো রয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। মেট্রো পরিষেবা রয়েছে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত বাকি পরিষেবা। সোমবার থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৮২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বাকি ৬৮টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে ভিড় সামাল দিতে অফিস টাইমে ২৪ মিনিটের বদলে ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী লাইনে প্রথম মেট্রো চলবে সকাল ৬.৫৫ মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী লাইনে সকাল ৭.১২ মিনিটে প্রথম মেট্রো চলবে। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে পশ্চিমমুখী লাইনে মহাকরণ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯.০৮ মিনিটে এবং মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ৯.২০ মিনিটে ছাড়বে দিনের প্রথম মেট্রো।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী লাইনে শেষ মেট্রো রাত ৯.৪৬ মিনিটে ছাড়বে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৫৮ মিনিটে। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে পশ্চিমমুখী লাইনে মহাকরণ পর্যন্ত শেষ মেট্রো রাত ৯.০৮ মিনিটে এবং মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো রাত ৯.২০ মিনিটে ছাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#metro services, #sealdah metro

আরো দেখুন