দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

১ ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য মঙ্গলবারের বদলে শুক্রবার করে বন্ধ থাকবে

November 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রাজার সারাক্ষণের গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা। তারা কোন এলাকায় বেশি ঘুরছে, কী করছে সব রেকর্ড হবে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে সুন্দরবনে বাঘ গণনার প্রক্রিয়া। এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য মঙ্গলবারের বদলে শুক্রবার করে বন্ধ থাকবে।

সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, জঙ্গলের একটা বড় অংশ ক্যামেরায় মুড়ে ফেলা হবে। বেশি সংখ্যক বাঘের ছবি যাতে ধরা পড়ে, তার জন্যই ৪৫ দিন জঙ্গলে রাখা থাকবে ক্যামেরা। উদাহারণ দিয়ে তিনি বলেন, হতেই পারে কোনও বাঘ ক্যামেরা বসানো জায়গায় ৩০ দিন এল না। পরে ঘুরতে ঘুরতে সেখানে হাজির হল। তখন তার ছবি ধরা পড়বে। তাছাড়া এই ক্যামেরা চালু হওয়ার পর থেকে ব্যাটারির আয়ু থাকে ৪৫ দিন পর্যন্ত। এই পুরো সময়টা কাজে লাগাতে চাইছেন বনদপ্তরের আধিকারিকরা। আর গতবারের মতো এবারও মেছো বিড়াল, বুনো শুকর সহ অন্যান্য প্রাণীর ছবিও ধরা পড়বে।

পরে সেগুলিও পর্যালোচনা করা হবে। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গেই এই শুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে। ক্যামেরা কীভাবে বসাতে হবে, সেজন্য বনকর্মীদের একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্রের খবর, ২১ নভেম্বর জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু করবেন বনকর্মীরা। ২৬ তারিখের মধ্যে সেটা শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ছবি তোলার কাজ চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sundarbans Tiger Reserve, #West Bengal, #tourists

আরো দেখুন