রাজ্য বিভাগে ফিরে যান

একটি নির্দিষ্ট মানের হেলমেট পরা বাধ্যতামূলক, পথ দুর্ঘটনা রুখতে কড়া পরিবহণ দপ্তর

November 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার হেলমেট নিয়ে নয়া নিয়ম জারি করল রাজ্যের পরিবহণ দপ্তর। যেকোনও হেলমেট পরে আর বাইক চালানো যাবে না। একটি নির্দিষ্ট মানের হেলমেট পরতে হবে। গোটা রাজ্যে রাস্তাঘাটে যে হারে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে, তা রুখতে নতুন উদ্যোগ নিল সরকার। দুর্ঘটনায় মৃত্যু বাড়ার কারণেই বাইক আরোহীদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জরুরি বৈঠক করেন রাজ্য পরিবহণ দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে বাইক চালকদের জন্য ‘Indian standard 4151:2015’ নামের নির্দিষ্ট মানের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জায়গায় এই নির্দেশিকা কার্যকর হবে। নির্দিষ্ট মানের হেলমেট না পরলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মতে, এ পদক্ষেপ দুর্ঘটনার হার কমাতে সাহায্য করবে, যখন সঠিক মানের হেলমেট ব্যবহার করা হবে। রাজ্য সরকার কঠোর নজরদারি চালাতে, যাতে প্রত্যেকে নিয়ম অনুসরণ করে। শিশুদের ক্ষেত্রে ৪ বছরের বেশি বয়সীদের হেলমেট পরানোর নিয়মও কার্যকর হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Traffic Police, #Accidents, #helmets

আরো দেখুন