আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কোন মাল্টিভার্সে আসছে GOne ও Deadpool?

November 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শাহরুখ খান বিখ্যাত সিনেমা Ra One এ G One এর চরিত্রেও অভিনয় করেন। হলিউডের ডেডপুল চরিত্র করেছেন রায়ান রেনল্ডস। কোন মাল্টিভার্সে আসছে জি ওয়ান ও ডেডপুল ?

না, কোনও সিনেমা নয়। দুবাইয়ে GlobalFreightSummit2024 এ অতিথি হিসেবে থাকছেন দুই সুপারস্টার শাহরুখ খান ও রায়ান রেনল্ডস।

শাহরুখ খান এবং রায়ান রেনল্ডস দুজনেই ব্যবসায় নতুন কেউ নন। যেখানে শাহরুখ শুধুমাত্র অভিনয়েই পারদর্শী হননি বরং প্রযোজনা, উদ্যোক্তা এবং এমনকি আইপিলে নাইট রাইডার ফ্রাঞ্চাইজির মালিকও হয়েছেন। রায়ান তাঁর ব্লকবাস্টার সিনেমাগুলি ছাড়াও জিন ব্র্যান্ড, মোবাইল নেটওয়ার্ক পরিষেবার মতো পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর আছে একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এবং এমনকি একটি ফুটবল দলও -Wrexham A.F.C.।

TwitterFacebookWhatsAppEmailShare

#deadpool, #global freight summit 2024, #ryan renolds, #Shahrukh Khan, #gone

আরো দেখুন