রাজ্য বিভাগে ফিরে যান

গুজরাতে জাতীয় স্কুল তিরন্দাজি প্রতিযোগিতায় সোনা ঝাড়গ্রাম অ্যাকাডেমির ছাত্রের, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

November 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝাড়গ্রাম তিরন্দাজ অ্যাকাডেমির ছাত্র অনিমেষ রায় গুজরাতে ৬৮তম জাতীয় স্কুল প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বিভাগে সোনার পদক জয় করেছে। এতে উচ্ছ্বসিত জেলার ক্রীড়াপ্রেমী মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা থেকে তিরন্দাজি প্রতিযোগিতায় ৪৮ জনের দল পাঠানো হয়েছিল। তারমধ্যে ২৩ জন বেঙ্গল আর্চারির। প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জয় করল অনিমেষ। তার সাফল্যের এই খবরে মুখ্যমন্ত্রী নিজের খুশির কথা জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে ‘এক্সে’ তিনি লিখেছেন, ‘অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই। অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলোর সুযোগ করে দিতে ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি-সহ বাংলার বিভিন্ন জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট আটটি অ্যাকাডেমি আমাদের সরকারই তৈরি করেছে। এটা আমার গর্ব। একদিন এই সব জায়গা থেকে ছেলেমেয়েরা অলিম্পিক্সে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে—এই প্রত্যাশা আমি রাখি।’ উল্লেখ্য, আদিবাসী দিবস উপলক্ষ্যে মাসখানেক আগে ঝাড়গ্রামে এসেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিক্সে যাবে। তারা অলিম্পিক্স জয় করবে।

ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমিতে জেলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এসে প্রশিক্ষণ নিচ্ছে। থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা রয়েছে। অ্যাকাডেমির শিক্ষার্থীরা ইতিমধ্যেই জাতীয়স্তরে ভালো ফল করে নজর কেড়েছে। অনিমেষের বাড়ি ধূপগুড়িতে। সে এবার উচ্চ মাধ্যমিক দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#gold winner, #Mamata Banerjee, #National School Games

আরো দেখুন