দেশ বিভাগে ফিরে যান

দেশের বেড়েছে ব্যক্তিগত ঋণ নেওয়ার হার! দাবি ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজের

November 19, 2024 | < 1 min read

ব্যক্তিগত ঋণ নেওয়ার হার বৃদ্ধি পেয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা দেশে ব্যক্তিগত ঋণ নেওয়ার হার বৃদ্ধি পেয়েছে। গাড়ি, বাড়ি, ক্রেডিট কার্ড সব ক্ষেত্রেই ঋণের হার বৃদ্ধি হয়েছে, এমনই দাবি করেছে ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজ। দেশে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির তরফে দেওয়া ঋণের মধ্যে সেপ্টেম্বরে প্রায় ৩৩ শতাংশ ছিল ব্যক্তিগত ঋণ। কৃষি ও শিল্পের বাইরে সাধারণ মানুষের নেওয়া ঋণের ভাগ ৩৩ শতাংশ। ২০২৩-র সেপ্টেম্বরের তুলনায় ক্তিগত ঋণ প্রদানের হার বেড়েছে ১৩.৪ শতাংশ। মোট ঋণের পরিমাণ প্রায় ৫৬ লক্ষ কোটি টাকা।

সংস্থাটি জানাচ্ছে, গত সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে গৃহঋণ ১২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেয়ারএজের দাবি, আবাসন ক্ষেত্রেও ঋণের অঙ্ক বেড়েছে। গত সেপ্টেম্বরে আবাসন শিল্পে ঋণের অঙ্ক ছিল ২৮ লক্ষ ৫০ হাজার কোটি টাকা।

চলতি বছরের সেপ্টেম্বরে গাড়ি ঋণের পরিমাণ ছিল ৬ লক্ষ ২০ হাজার কোটি টাকা। গাড়ি ঋণের ক্ষেত্রে গত সেপ্টেম্বরের তুলনায় এবার বৃদ্ধির হার ১৩.৩ শতাংশ। কেয়ারএজের মতে, সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড, গোল্ড লোন ও পার্সোনাল লোনের মতো ব্যক্তিগত ঋণের হার বৃদ্ধি পেয়েছে ১১.৪ শতাংশ হারে। মোট ঋণের পরিমাণ ১৪ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। সোনা বন্দক রেখে ঋণ নেওয়ার হার সর্বাধিক। বিগত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে সেই হার। একান্ত ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু শর্ত আরোপ করায়, ব্যাঙ্কগুলি সেই ঋণে লাগাম টেনেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#personal borrowing rate, #Credit rating, #India, #CareEdge

আরো দেখুন