তথ্য যাচাই বিভাগে ফিরে যান

বঙ্গ BJP-র মাথায় বসে আছে কোলা ব্যাঙ! কাকে খোঁচা দিলেন খোদ গেরুয়া নেতা?

November 20, 2024 | < 1 min read

https://youtu.be/ixFcAo5s9ts

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বারবার নিজের দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফের একবার বেলাগাম হলেন তিনি। বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুক পোস্টে লিখেছেন, “বঙ্গ বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা এক কোলা ব্যাঙ…” – কে এই ব্যাঙ?
কোলা ব্যাঙ নিয়ে তোলপাড় বঙ্গ বিজেপির অন্দরে।

গেরুয়া সমর্থকদের একাংশ মনে করছেন, চেহারার সঙ্গে মিল থাকায় শীর্ষ নেতাদের মধ্যে কাউকে নিশানা করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপির অভ্যন্তরে কাজিয়া লেগেই থাকে। দলীয় কার্যলয়ে বিক্ষুব্ধ সমর্থকদের তাণ্ডব চলে প্রায়ই। অন্য দলের কটাক্ষ, এবার অনুপম নিয়ে এসেছেন এক কোলা ব্যাঙ।

বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের প্রতি বরাবর বিক্ষুব্ধ অনুপম। তিনি লাগাতার খোঁচা দিয়ে যান। এবার তিনি মিস কল দিয়ে দলের সদস্য সংগ্রহ অভিযানকে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “টার্গেট পূরণ করার তাগিদে বঙ্গ-বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা কোলা ব্যাঙের নির্দেশে নেতারা নাকি ৫-৬টা করে সিম কার্ড তুলছে। হায়রে ঢপের সংগঠন।” সদস্য সংগ্রহ কর্মসূচিতে এমন এক নেতাকে খুঁজে পেয়েছেন অনুপম হাজরা যে কোলা ব্যাঙের মতো বসে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #sukanta majumder, #Anupam Hazra

আরো দেখুন