উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যের ১৫ আসনে উপনির্বাচন আজ, যোগীরাজ্যে কেমন ফল করবে INDIA জোট?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, বুধবার দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাব-সহ দেশের চার রাজ্যে ১৫টি আসনে উপনির্বাচন হচ্ছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি নয়টি বিধানসভা আসনে উপ নির্বাচন। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ জোটের ধাক্কায় বিজেপি কুপোকাত হয়েছিল। উপনির্বাচনে ফের মুখোমুখি হচ্ছে বিজেপি ও ইন্ডিয়া। জোটধর্ম মেনে উপনির্বাচনে নয় আসনের একটিতেও প্রার্থী দেয়নি কংগ্রেস। প্রতিটি আসনে লড়াই করছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কংগ্রেস তাদের সমর্থন করছে। অন্যদিকে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। মিম লড়াই করছে তিন আসনে। যে নয়টি আসনে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে চারটি করে আসন ছিল সমাজবাদী পার্টি ও বিজেপির। এনডিএ শরিক রাষ্ট্রীয় লোকদলের দখলে ছিল মাত্র একটি আসন।
৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ২৫১টি আসন। উপনির্বাচনের ফল বিধানসভার সমীকরণে কোনও প্রভাব ফেলবে না। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের আগে উপ ভোটকে ‘অ্যাসিড টেস্ট’ হিসাবেই দেখছে সব দল। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ ৪৩টি আসন দখল করেছিল। জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর বিরোধী জোট।
উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা আসনে উপনির্বাচনে বিজেপি ও কংগ্রেসের সরাসরি লড়াই। কেদারনাথ আসনটি ধরে রাখাই গেরুয়া দলের চ্যালেঞ্জ। বদ্রীনাথের পর আরও এক দেবভূমি কেদারানথেও বিজেপিকে ধাক্কা দিতে চাইছে কংগ্রেস। কেদারনাথ নিয়ে আশাবাদী কংগ্রেস। অনুন্নয়ন, গত জুলাইয়ে চারধাম যাত্রার সময় বিপর্যয়-সহ একাধিক ইস্যুতে প্রচার চালিয়েছে কংগ্রেস।
বুধবার পাঞ্জাবের চারটি আসনে উপনির্বাচন হচ্ছে। ওই আসনগুলির বিধায়কেরা লোকসভা নির্বাচনে লড়াই করায় সেগুলি ফাঁকা হয়েছিল। চারটি আসনে মোট ৪৫ জন প্রার্থী লড়াই করছেন। পাঞ্জাবে কংগ্রেস ও আপের লড়াই। চার আসনের মধ্যে কংগ্রেসের দখলে ছিল তিনটি, একটিতে ছিলেন আপের বিধায়ক। কেরলের পালাক্কারেও আজ ভোট। ওই আসনটির কংগ্রেস বিধায়ক লোকসভায় নির্বাচিত হওয়ায় উপনির্বাচন হচ্ছে।