নিরাপত্তার ঘেরাটোপে হাসপাতালগুলিকে মুড়ে ফেলছে রাজ্য প্রশাসন, পাঁচ মেডিক্যাল কলেজেই সাড়ে ৪ হাজার সিসি ক্যামেরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিরাপত্তার স্বার্থে এবার মেডিকেল কলেজে বাড়ানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হাসপাতালগুলিকে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলছে রাজ্য প্রশাসন।
কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজেই সাড়ে ৪ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে রাজ্য। অর্ধেক ইতিমধ্যে বসানো হয়ে গিয়েছে। বাকি অর্ধেক বসানোর প্রক্রিয়া চলছে। প্রতিটি ওয়ার্ড, আউটডোর থেকে শুরু করে ছাত্রছাত্রীদের হস্টেল, ক্যান্টিন, অপারেশন থিয়েটারের আশপাশ, সেমিনার রুম—বাদ নেই কোথাও। শুধু আর জি কর মেডিক্যাল কলেজেই ১২০০ সিসি ক্যামেরা বসছে। অভয়াকে খুন-ধর্ষণের ঘটনাস্থল চেস্ট বিভাগে আগে ছিল একটি সিসি ক্যামেরা। এখন বসছে ১৩টি। কয়েকটি ইতিমধ্যে বসেও গিয়েছে।
এক মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্তা বললেন, ‘শুধু নিরাপত্তাই নয়, কর্মরত অবস্থায় গাফিলতি, রোগীর সামনে লাগাতার সোশ্যাল মিডিয়া আপডেট, রিল দেখা, মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা বকবক—সবটাই এরপর থেকে আমাদের নজরে থাকবে। ব্যবস্থা নেওয়া হবে কি হবে না, কতটা ছাড় দেওয়া হবে, সেসব পরের কথা। কিন্তু ডিউটিরত অবস্থায় স্বাস্থ্যকর্মীদের মাথায় সবসময় থাকবে, তাঁরাই যা-ই করুন না কেন, সবটাই সিসি ক্যামেরার নজরদারির মধ্যে রয়েছে। এতে হাসপাতালের কর্মসংস্কৃতি ভালো হবে। আখেরে রোগীদের পক্ষে ভালো।’
পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগে ২৩৫টি ক্যামেরা ছিল। এখন আরও ২৬৩টি লাগানো হয়েছে। ফলে সব মিলিয়ে ৫০০টি ক্যামেরা রয়েছে এখানে। এছাড়া. প্রথমদিকে কলেজে কলেজে সিসি ক্যামেরা কিনতে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সেই টাকাতেও প্রায় ৪০টি ক্যামেরা কেনা হবে। ন্যাশনাল অবশ্য চেয়েছিল আরও ৫০০ ক্যামেরা। কারণ, কলেজ এবং হাসপাতাল আলাদা, হস্টেলগুলিরও তিনটি ক্যাম্পাস। পিজি হাসপাতাল সূত্রে খবর, অভয়া-কাণ্ডের আগে এখানে ছিল ৬০০ ক্যামেরা। গত কয়েকদিনে বসানো হয়েছে আরও ৪০০টি। ৫ লক্ষ টাকা খরচে আরও কিছু সিসি ক্যামেরা কেনা হবে। অর্থাৎ পিজি থাকছে হাজারের বেশি সিসি ক্যামেরার নজরে।
কলকাতা মেডিক্যাল কলেজে ৩৫৮টি সিসি ক্যামেরা ছিল। নতুন করে লাগানো হয়েছে ৩৬৬টি। এছাড়া আগের ৫ লক্ষ টাকায় বেশ কিছু সিসি ক্যামেরা কেনা হবে। মেডিক্যালের আরডিএ এবং সমস্ত মহলে কথা বলে শেষ পর্বে লাগানো হবে সেগুলি। অর্থাৎ এখানে বসছে ৭২৪টি ক্যামেরা। কী খবর এনআরএস-এর? অভয়া-কাণ্ডের আগে পর্যন্ত এখানে সিসি ক্যামেরা ছিল ১২৪টি। নতুন করে লাগানো চলছে ৬৯৮টি। এছাড়া ৫ লক্ষ অর্থসাহায্যের ক্যামেরাগুলিও লাগানো হবে। ফলে এখানে ৮২২টি সিসি ক্যামেরা বসছে। যে হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন নিয়ে এত কাণ্ড, সেই আর জি কর-এ আগে ছিল ১৫০টি সিসি ক্যামেরা। অভয়া-কাণ্ডের পর লাগানো হয়েছে ৫৬৮টি ক্যামেরা (৩৬টি সহ)। আরও বসছে ৪৭৮টি।