দেশ বিভাগে ফিরে যান

মাত্র ২ ঘণ্টায় তিরুপতি মন্দিরের ভেঙ্কটেশ্বরকে দর্শনের সুযোগ, জানুন কীভাবে?

November 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কেবল দু’ঘণ্টায় অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত তিরুপতি মন্দির দর্শনের ব্যবস্থা চালু হচ্ছে। ক্রমবর্ধমান ভক্ত সংখ্যার প্রেক্ষিতে, তিরুপতি দেবস্থানম বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নতুন ব্যবস্থা তৈরি করা হবে। নয়া ব্যবস্থায় ভক্তরা মাত্র ২ ঘণ্টায় ভগবান ভেঙ্কটেশ্বরকে দর্শন করতে পারবেন।

তিরুপতি মন্দিরে যেতে এখন ২০ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। প্রতিদিন মন্দিরে প্রায় ১ লক্ষ ভক্ত পৌঁছন। এবার তিরুপতি দেবস্থানম বোর্ডের বৈঠকে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের সদস্য জে শ্যামলা রাও জানান, বিশেষ প্রবেশ দর্শনের জন্য কোটা বাতিল করা হবে। ভিআইপি দর্শন নিয়ে এর আগে বহুবার বিতর্কের হয়েছে। ঠিক হয়েছে, প্রতি মাসের প্রথম মঙ্গলবার তিরুপতির স্থানীয় নাগরিকদের জন্য দর্শনের বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়া মন্দির চত্বরে নেতারা আর রাজনৈতিক বক্তব্য রাখতে পারবেন না। এমন হলে বোর্ড তাঁদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#devotees, #Tirupati Temple, #VENKATESHWAR, #Tirupati Mandir

আরো দেখুন