মেডিক্যাল বর্জ্য দুর্নীতি, ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে শো-কজ এক গুচ্ছ নার্সিংহোমকে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মানা হচ্ছিল না নিয়ন, সরকারকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ইচ্ছেমতো চলছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক নার্সিংহোম। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। শোকজ করা হয়েছে নার্সিং হোমগুলোকে। ২১ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। উত্তর সন্তোষজনক না-হলে তাদের ব্ল্যাক লিস্টেড করা হতে পারে বলে জানা যাচ্ছে।
অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার একাধিক নার্সিংহোমের নিয়ম মানছে না। রাজ্যের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ উঠছে। অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয় তদন্ত। নার্সিংহোমগুলো এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট মেনে চলছে কি না? সিসিইউর পরিস্থিতি কেমন? চিকিৎসা বর্জ্য সঠিক জায়গায় ফেলা হচ্ছে কি না, ইত্যাদি খতিয়ে দেখা হয়। দেখা যায়, ৪১টি নার্সিংহোমের নিয়ম মানছে না। তাদের শোকজ করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।