রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের পাল্টা ওয়াকফ বিল আনতে চলেছে রাজ্য

November 21, 2024 | < 1 min read

কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের পাল্টা বিল আনার উদ্যোগ নিচ্ছে রাজ্য। আসন্ন শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাল্টা বিল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। ওয়াকফ বিল নিয়ে বারবার মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিল নিয়ে দলের অবস্থান সংখ্যালঘুদের মধ্যে প্রচার করছে তৃণমূল কংগ্রেস।

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের পাল্টা একটি বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চলেছে রাজ্য। এই বিষয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। পাল্টা বিল আনার বিষয়ে সুবজ সংকেত দিয়েছে তৃণমলের পরিষদীয় দল।

বিধানসভার সচিবালয় তরফে জানা গিয়েছে, আগামী সোমবার শোকপ্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন সেদিনের মতো মুলতুবি হবে। মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনছে তৃণমূল। সেই আলোচনা পর্ব মিটলে ওয়াকফ সংক্রান্ত বিল আনবে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #WB Legislative Assembly, #bill, #WAKAF BILL

আরো দেখুন