বিনোদন বিভাগে ফিরে যান

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে তিনটি বাংলা ছবি

November 21, 2024 | < 1 min read

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) শুরু হয়েছে গোয়ায়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা এবং সদ্য পরিচালক হওয়া বোমান ইরানি । এবারের উৎসবে ১৯টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৪৩টি এশিয়ান প্রিমিয়ার এবং ১০৯টি ভারতীয় ছবির প্রিমিয়ারের ঘোষণা করা হয়েছে, যা এই উৎসবকে আরও আর্কষণীয় করে তুলেছে।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় মাইকেল গ্রেসির বিশ্বব্যাপী প্রশংসিত চলচ্চিত্র ‘বেটার মেন’ । ছবিটি রবি উইলিয়ামসের জীবনের নক্ষত্র গ্যালাক্সির মধ্য দিয়ে হৃদয়-উষ্ণতাপূর্ণ একটি গল্প বর্ণনা করে, যা সারা বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। ছবির গল্প বলার শৈলী এবং নির্মাণের ধরন নিয়ে একাধিক আলোচনা চলছে।

বারের চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রতি মনোযোগ দেওয়া হয়েছে। ‘তরুণ ফিল্মমেকারস- দ্য ফিউচার ইজ নাও’ থিমের অধীনে, ১০০ জন তরুণ চলচ্চিত্র নির্মাতাকে সহায়তা দেওয়া হবে, যা তাদের পরবর্তী ক্যারিয়ারে বিশেষ ভূমিকা রাখতে পারে। চলচ্চিত্র উৎসবের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত প্রযোজক-পরিচালক শেখর কাপুর, যিনি নিজেই এই উৎসবের উদ্বোধনী ছবির কাস্ট ও পরিচালকদের স্বাগত জানান।

এবারের উৎসবের একটি বড় আকর্ষণ ছিল প্রসার ভারতীর নিজস্ব OTT প্ল্যাটফর্ম ‘ওয়েভস’-এর ঘোষণা। এতে দর্শকরা তাদের মোবাইলের মাধ্যমে দূরদর্শনের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। বর্তমানে দেশী ও বিদেশী OTT প্ল্যাটফর্মের মধ্যে প্রসার ভারতী একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, এবং এটি নতুন সিরিয়াল ‘ফৌজি ২’ এবং সঞ্জয় মিশ্র ও করণ আনন্দের ‘জাইয়ে, আপ কাহান জায়েঙ্গে’-এর পোস্টারও প্রকাশ করেছে।

শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমাও জায়গা করে নিয়েছে এই তালিকায়। রয়েছে সৌরভ পালোধির পরিচালনায় তৈরি অঙ্ক কি কঠিন এবং সৌকর্য ঘোষালের ভূতপরি।

TwitterFacebookWhatsAppEmailShare

#IFFI Goa 2024, #International Film Festival of India

আরো দেখুন