রাজ্য বিভাগে ফিরে যান

পরিবেশ বিধি মেনেই পৌষমেলার আয়োজন করতে চলেছে বিশ্বভারতী

November 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পৌষমেলা আয়োজিত হবে পরিবেশ বিধি মেনে। প্রতি ক্ষেত্রেই পরিবেশ সুরক্ষার কড়া নিয়মকানুন মেনে চলা হবে। মঙ্গলবার, পরিবেশবিদ সুভাষ দত্তের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরিবেশ বিধি কার্যকর করতে জেলা ও রাজ্য প্রশাসনের কাছে পরিকাঠামগত সাহায্য চাইবে বিশ্বভারতী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সরেন একথা জানিয়েছেন।

মঙ্গলবার, বোলপুর ব্যবসায়ী সমিতি, কবিগুরু হস্তশিল্প সমিতি ও পরিবেশবিদ সুভাষ দত্তের সঙ্গে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্য-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন সেখানে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে পৌষমেলায় পরিবেশকে প্রাধান্য দেওয়ার কথা জানানো হয়। পৌষমেলার থিম পরিবেশ বান্ধব করতে বিশ্বভারতীর কাছে আর্জি জানিয়েছেন সুভাষ দত্ত। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কর্মসমিতির বৈঠক হবে। সেখানে মেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হবে। ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজনের উদ্যোগে খুশি ব্যবসায়ী সংগঠন-সহ স্থানীয় বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Poush Mela, #Poush mela 2024-25, #Visva Bharati, #Santiniketan

আরো দেখুন