ভাঙা যাবে না মন্দারমণির হোটেল, লজ! কী নির্দেশ হাইকোর্টের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপাতত মন্দারমণির অবৈধ হোটেল, লজ ভাঙা যাবে না। শুক্রবার এই মর্মেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, ১১ নভেম্বর মন্দারমণির অবৈধ হোটেল-লজগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তার প্রেক্ষিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ। বিচারপতির নির্দেশ, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ৪ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটি, মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মৌজায় ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দেয়। ২০ নভেম্বরে মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে বলে নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
ইতিমধ্যেই হোটেল ভাঙার বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলায় কোনও রকম বুলডোজার চলবে না। এবার কলকাতা হাইকোর্ট হোটেল ভাঙার নির্দেশের প্রেক্ষিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল।