রাজ্য বিভাগে ফিরে যান

এবার প্রাইমারিতে ঢুকছে পঞ্চম শ্রেণি, প্রাথমিক দফায় বাছা হল ৩২৬টি প্রাথমিক স্কুল

November 22, 2024 | < 1 min read

প্রাইমারিতে ঢুকছে পঞ্চম শ্রেণি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাথমিকে পঞ্চম শ্রেণির অন্তর্ভুক্তির কথা জানিয়ে আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার প্রস্তুতি শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলার শিক্ষাদপ্তর। জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ে জেলার ৩২৬টি প্রাথমিক স্কুলে অন্তর্ভুক্ত হতে চলেছে পঞ্চম শ্রেণি। আগামী দিনে ধাপে ধাপে সংখ্যা বাড়ানো হবে বলেই জানানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কোন কোন স্কুলের পঞ্চম শ্রেণি প্রাথমিকের আওতায় আসবে, সে তালিকায় রয়েছে ২৮৩টি স্কুল।

শীঘ্রই স্কুলগুলো পরিদর্শন করবেন শিক্ষাদপ্তরের আধিকারিকরা। রিপোর্ট সন্তোষজনক হলে তা পাঠানো হবে সরকারের কাছে। অনুযায়ী যে সব স্কুলে বাড়তি জমি রয়েছে, তেমন ২৮৩টি স্কুলকে দ্বিতীয় পর্যায়ের জন্য বাছা হয়েছে। চূড়ান্ত তালিকা শিক্ষাদপ্তরের কাছে পাঠানোর আগে সংশ্লিষ্ট স্কুলগুলির পরিস্থিতি যাচাই করা হবে। একটি বা দু’টি অতিরিক্ত ক্লাসরুম তৈরি করা গেলে পঞ্চম শ্রেণি চালু করতে অসুবিধা হবে না। তালিকা, সরকার অনুমোদন করলেই পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। তবে পঞ্চম শ্রেণি চালু হলে শিক্ষক-শিক্ষিকার ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা সংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#class five, #West Bengal, #Primary Schools, #primary education system

আরো দেখুন