রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নাকাচেকিং হবে, সকলের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের নাম না করেও, সেখানকার পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষার উপর বাড়তি জোর দেওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত সুরক্ষার প্রশ্নে কেন্দ্রের ভূমিকারও তীব্র সমালোচনা করলেন। এরপরই জানিয়ে দিলেন, “এখন থেকে সীমান্তে ২৪ ঘণ্টা নাকাচেকিং হবে, কেউ ভুল বুঝবেন না।”
বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা এও বলেন, “নাকা চেকিং মানে শুধু রাতে নয়, দিনেও নাকা চেকিং দরকার আছে। রেলেও নাকা চেকিং দরকার আছে।” এ ব্যাপারে রেলের জিএমদের নিয়ে মুখ্যসচিবকে বৈঠক করার কথাও বলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, “রেল, বিমান এগুলো তো আমাদের হাতে নেই। ফলে সীমান্তে কেন্দ্র সক্রিয় না হলে তো সমস্যা। বাধ্য হয়ে আমাদের বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।”
ট্যাব-কাণ্ডের নেপথ্যে ‘জামতাড়া গ্যাং’ কাজ করছে বলে জানিয়ে রাজ্যের শপিং মলগুলিকেও সতর্ক করেছেন মমতা। এর নেপথ্যে রাজনৈতিক যোগও উড়িয়ে দিচ্ছে না সরকার। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “১৬০০ কোটি টাকার ট্যাব দেওয়া হয়েছে। তার মধ্যে ২ কোটি টাকার চুরিতে জামতাড়া গ্যাং কাজ করেছে। ঝাড়খণ্ড-বিহারের চক্র। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা আছে। বিভিন্ন শপিং মলে আড্ডা দিচ্ছে, নকশা তৈরি করছে। গেস্টহাউসে ভাড়া নিচ্ছে। সাংবাদিক-রাজনৈতিক লোকেদের সঙ্গেও মিশছে।” তাঁর সংযোজন, “কয়েকদিন আগে একটা মলে আগুন লেগেছিল। আগেও একবার লেগেছিল। অনেকগুলো তথ্য পেয়েছি। জাল নোট আসছে। সব শপিং মল বা ব্যবসা কেন্দ্র খারাপ নয়। কিন্তু সতর্ক থাকতে হবে।”