সাংগঠনিক রদবদলের রূপরেখা নির্ধারণে সোমে মমতার বাসভবনে তৃণমূলের বৈঠক?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশে জুলাইয়ের মঞ্চেই সংগঠনের রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অনেক জল বয়ে গিয়েছে গঙ্গা দিয়ে। ফের উস্কে উঠেছে রদবদলের জল্পনা। শোনা যাচ্ছে, আগামী সোমবার, ২৫ নভেম্বর নিজের বাসভবনে তৃণমূলের ন্যাশনল এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বৈঠকে তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের জন্য রণকৌশল ও বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ দলের প্রবীণ ও শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকতে পারেন বৈঠকে।