এক্সিট পোল মিলবে? ফলপ্রকাশের পর মহারাষ্ট্রে ‘নয়া খেলা’র সম্ভাবনা!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে মহারাষ্ট্রের কুরসি কার। তবে ফলপ্রকাশের আগে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে মহা বিকাশ আঘাড়ি এবং মহাজুটি – এই দুই শিবিরের মধ্যে। রাজ্যের ৫ দলের নেতা বলা শুরু করছেন, তাদের নেতাই হবেন মুখ্যমন্ত্রী। তাহলে কি ভোটের পর কুরসির জন্য প্রয়োজনে শিবির বদলাবেন নেতারা? ফলপ্রকাশের পর মহারাষ্ট্রে যে দলবদলের খেলা’ হতে পারে, এ কি তারই পূর্বাভাষ?।
অনেক এক্সিট পোল বলছে, মহারাষ্ট্রে এগিয়ে আছে বিজেপি জোট। তবে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনাও আছে। ভোটের ময়দানে রয়েছে সমাজবাদী পার্টি, সিপিএম এবং সিপিআই,পাশাপাশি রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস), বাবাসাহেব অম্বেডকরের পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ অম্বেডকরের ‘বঞ্চিত বহুজন আঘাড়ী’ (ভিবিএ), হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল। বিধানসভা ত্রিশঙ্কু হলে (অর্থাৎ, ২৮৮ আসনের মধ্যে কোনও জোটই সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১৪৫ ছুঁতে না পারলে) সরকার গঠনের ক্ষেত্রে এই ‘ছোট’ দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
তাই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র, দুই শিবিরই সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।