রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গে সবুজ ঝড়, দৃষ্টিভঙ্গির বিশ্লেষণকে সত্যি করে উপনির্বাচনে ৬-এ ৬ তৃণমূলের

November 23, 2024 | < 1 min read

উপনির্বাচনে বাংলার ছয় আসনেই সবুজ ঝড়। —ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে উত্তর থেকে দক্ষিণে সবুজ ঝড়, উপনির্বাচনে ছ’টি আসনই দখল করল তৃণমূল। মাদারিহাটেও ফুটল জোড়াফুল। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়ায় উপনির্বাচন হয়েছিল ১৩ নভেম্বর। আজ ইভিএম খুলতেই দেখা গেল সব কটি আসন গিয়েছে শাসক দলের ঝুলিতে।

আরজি কর কাণ্ডের পর এই উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট হয়ে উঠেছিল তৃণমূলের কাছে। তাতেই ছক্কা হাঁকালো তৃণমূল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নৈহাটিতে ৪৮,৯১২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।

সিতাইয়ে বিধানসভা আসনে ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। মাদারিহাটে জোড়াফুল ফুটল। তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৩০,৩০৯ ভোটে জয়ী হয়েছেন। এই প্রথমবারের জন্য মাদারিহাটে জয় পেল তৃণমূল কংগ্রেস।

উপনির্বাচনেও বাংলায় বাম-কংগ্রেস প্রান্তিক শক্তিতে পরিণত হল। কোনও আসনেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। একমাত্র হাড়োয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন। কেবল এই একটি আসনেই জামানত রয়েছে। বাকি পাঁচ আসনেই জামানত খুইয়েছে বামেরা। পৃথকভাবে লড়ে ছ’টি আসনেই জামানত জব্দ হয়েছে কংগ্রেসের।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #By-elections, #West Bengal

আরো দেখুন