খেলা বিভাগে ফিরে যান

বোলারদের লড়াইয়ে যোগ্য সঙ্গত ব্যাটারদের, পার্থে বড় লিডের পথে রাহুলরা

November 23, 2024 | < 1 min read


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড় লিডের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া। ১০৪ রানে অস্ট্রেলিয়াকে সাজঘরে ফেরানোর পর ব্যাট হাতে ভারতীয় ব্যাটাররা ভালোই খেলা দেখালেন।


যশস্বী জয়সওয়াল-লোকেশ রাহুল, ভারতের দুই ওপেনার দিনের শেষে অপরাজিতও থাকলেন। রবিবার যশস্বীর সেঞ্চুরি দেখার অপেক্ষায় থাকল ভারত।

এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানে শেষ হওয়ায় প্রথম ইনিংসে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ভারত। শনিবারের পার্থ অনেকটাই ধূসর, বাউন্স আর গতি কমে এসেছে। শনিবার যশস্বী-রাহুল জুটি সেই ফায়দা তুলল। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের রান ১৭২। সব মিলিয়ে ২১৮ রানে এগিয়ে বুমরাহের দল। হাতে ১০ উইকেট। যশস্বী ৯০ রানে অপরাজিত। রাহুল অপরাজিত ৬২ রানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#perth test, #India, #Australia

আরো দেখুন