রাজ্য বিভাগে ফিরে যান

আমরা জমিদার নই, মানুষের পাহারাদার, উপনির্বাচনে ছক্কা হাঁকানোর পর বললেন মমতা

November 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড় ব্যবধানে রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী শিবিরকে কুপোকাত করেছে তৃণমূল কংগ্রেস। এই ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের ‘সেনাপতি’ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সমাজমাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, ‘‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়।’’ তৃণমূল কংগ্রেস বিজেপি নেতাদের ‘জমিদার’ বলে খোঁচা দিয়ে এসছে অতীতে। গত লোকসভা ভোটের সময়ে এই ইস্যুতে বিস্তর চর্চা হয়েছে। উপনির্বাচনের এই জয়ের পর বিরোধীদের সেই ‘জমিদার’ খোঁচাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‘আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে।’’

অভিষেক লিখেছেন, ‘‘উপনির্বাচনের ছ’টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা। বাংলাকে অসম্মান করার জন্য নিজেদের স্বার্থে সংবাদমাধ্যম ও কলকাতা হাই কোর্টের একাংশ এবং জমিদারদের তৈরি করা আখ্যান ভেস্তে দিয়েছে তৃণমূল।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #By Election, #West Bengal

আরো দেখুন