দেশ বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডে INDIA নাকি NDA – অনুপ্রবেশ ইস্যু কতটা কার্যকর, দেখা যাবে আজ

November 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝাড়খন্ড বিধানসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী, অমিত শাহ-সহ বিজেপির তাবড় নেতারা জেএমএম-কংগ্রেস-আরজেডির জোটের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, দুর্নীতির পাশাপাশি ‘জমি জিহাদে’ মদত দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, পরিকল্পিত ভাবে বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করে ধীরে ধীরে জনবিন্যাস বদলে দিচ্ছে। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি আসন। ২০১৯-এর বিধানসভা ভোটে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডির ‘জোট’। জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এ বারও তিন দল একসঙ্গে লড়ছে। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে।

এই রাজ্যে বিজেপি এ বার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর ‘অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন’ (আজসু)-এর সঙ্গে জোট গড়েছে। সঙ্গে রয়েছে বিহারের নীতীশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দল এলজেপি (রামবিলাস)। বিজেপি ৬৮, আজসু ১০, জেডিইউ দু’টি এবং এলজেপিআর একটি আসনে লড়ছে। অন্য দিকে, ‘ইন্ডিয়া’ শিবিরে জেএমএম ৪৩, কংগ্রেস ৩০, আরজেডি ৭ এবং সিপিআইএমএল (লিবারেশন) ৪টি আসনে লড়ছে। য়েকটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, কুড়মি-মাহাতো জনগোষ্ঠীর নেতা জয়রাম মাহাতোর সদ্য তৈরি দল ‘ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা’ (জেএলকেএম) ভোটপ্রাপ্তির নিরিখে চমক দেখাতে পারে।

অনেক এক্সিট পোল বলছে এই রাজ্যে বিজেপি জোট এগিয়ে, কিন্তু মনে রাখতে হবে, ভারতের নির্বাচনী ইতিহাসে এমন পূর্বাভাস যে অতীতে বার বার ভুল প্রমাণিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jharkhand, #NDA, #RESULTS, #Jharkhand assembly elections, #India

আরো দেখুন