‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নাম করে সাইবার প্রতারণা, ২২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ
November 24, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দমদমের পি কে গুহ রোডের বাসিন্দা অশোককুমার ঘোষ গত ১৭ অক্টোবর দমদম থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাতে তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিল্লি এয়ারপোর্টের আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেছিল। তিনি বলেছিলেন, তাঁর নামে একটি পার্সেল এসেছে। তাতে ৪০ কেজি মাদক, ৫৮টি এটিএম ও ১৬টি পাসপোর্ট রয়েছে।
এরপর সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে টাকা চায়। টাকা না দিলে ডিজিটাল অ্যারেস্টের হুমকি দেয়। এরপর দফায় দফায় অশোকবাবুর কাছ থেকে আরটিজিএসের মাধ্যমে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তদন্তে নেমে পুলিস মোট ২২ লক্ষ ৭ হাজার ৩৭৩ টাকা উদ্ধার করে। এদিন তাঁর হাতে সেই টাকা তুলে দেওয়া হয়।