IPL Auction 2025: কোন দল কাকে নিল, সব থেকে দামি কোন ক্রিকেটার? দেখুন LIVE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সৌদি আরবের জেড্ডায় চলছে আইপিএল-এর নিলাম। আজ রবিবার ও সোমবার, ২৪ ও ২৫ নভেম্বর দু’দিন ধরে চলবে এই অকশন। নিলামের খাতায় রয়েছেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ১১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি ক্রিকেটার। তবে জল্পনা উস্কে দিয়ে নিলামে রয়েছেন ৯৬৫ জন আনক্য়াপড ভারতীয় এবং মাত্র ১০৪ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়।
IPL -এর নিলাম মানেই কোন দল কাকে নিল? কে কত দাম পেল? জানতে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এবারেও তুঙ্গে। একনজরে দেখে নিন IPL Auction 2025-এর সব খুঁটিনাটি
১৭:২৭ ১৪ কোটি টাকায় লোকেশ রাহুলকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
১৭:১৩ মহম্মদ সিরাজকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল গুজরাত
১৭:১০ যুজবেন্দ্র চহালকে ১৮ কোটি টাকায় কিনল পঞ্জাব কিংস।
১৬:৫৪ ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে কিনল সানরাইজার্স হায়দ্রাবাদ
১৬:৪০ ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় ছিনিয়ে নিলেন সঞ্জীব গোয়েন্কার লখনৌ সুপার জায়ান্টস।
১৬:৩০ ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লিতে মিচেল স্টার্ক
১৬:২৪ ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় গুজরাতে জস বাটলার
১৬:১৯ শ্রেয়স আইয়ারকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।
১৬:০২ দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদারকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল গুজরাত।
১৫:৫৯: ১৮ কোটি দাম উঠল অর্শদীপের। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে এই ক্রিকেটারকে কিনল পঞ্জাব।
১৫.৩০ শুরু হল আইপিএলের নিলাম