রাজ্য বিভাগে ফিরে যান

আলুর দাম কমবে সোমবার থেকে, এবার কত দামে কিনতে পারবেন জেনে নিন

November 24, 2024 | < 1 min read

সোমবার থেকে আলুর দাম কমবে, ছবি সৌজন্যে: ANI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত কয়েক মাস ধরেই শাকসবজি, আলুর দামে আগুন। বারবার প্রশাসনের তরফ থেকে দাম নিয়ন্ত্রণের প্রয়াস চালানো হয়েছে। টাস্ক ফোর্সের আধিকারিকরা বিভিন্ন বাজার এলাকায় পরিদর্শন করেছেন।

এই মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার নবান্ন থেকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আলুর দাম যেন কোনওভাবেই ৩০ টাকার উপরে না যায় তা নিয়ে নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যসচিব। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে। সেই নির্দেশের পরেই এবার রাজ্যে কমতে চলেছে আলুর দাম।

নবান্ন থেকে কড়া বার্তা পাওয়ার পরে শনিবার হুগলির আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠক শেষে তিনি জানান, ব্যবসায়ীরা আলুর দাম কমাতে রাজি হয়েছেন। প্রতি কেজিতে এক টাকা করে আলুর দাম কমানো হবে। বর্তমানে প্রতি কেজিতে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলি। সেই আলু পাওয়া যাবে ২৬ টাকায়। আর কলকাতা এই আলু মিলবে ৩০ টাকায়। এদিন ব্যবসায়ীদের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেন মন্ত্রী। ব্যবসায়ীরা ছাড়াও ছিলেন টাস্ক ফোর্স এবং বিভাগের আধিকারিকরা। মন্ত্রী জানান, সোম-মঙ্গলবার থেকে বাজারে আলুর দাম কমতে শুরু করবে। আর কলকাতার বাজারে সোমবার থেকে এর প্রভাব পড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #Market Price Hike, #West Bengal, #Mamata Banerjee, #potatoes

আরো দেখুন