রাজ্য বিভাগে ফিরে যান

উপনির্বাচনে জয়ী ৬ তৃণমূল বিধায়ককে বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপালকে চিঠি

November 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৫ নভেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, উপনির্বাচনে জয়ী ৬ তৃণমূল বিধায়ককে বিধানসভায় এসে শপথ পড়াতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এ নিয়ে রাজভবনে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যপাল শপথ পড়াতে না আসতে চাইলে সেক্ষেত্রে তাঁকে অনুরোধ করা হবে, কাউকে যেন তিনি শপথ পড়ানোর দায়িত্ব দেন। নিয়ম অনুযায়ী, রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াতে না চাইলে এই দায়িত্ব তিনি হাউসের স্পিকারকেই দেন।

এর আগে বার বার এই শপথপাঠ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সাংসদ হওয়ার পূর্বে যখন বিধায়ক পদে জিতেছিলেন নির্মল চন্দ্র রায় সে সময় থেকেই শপথবাক্য পাঠ নিয়ে রাজ্য-রাজ্যপালের সঙ্গে তৈরি হয় জটিলতা। এখানেই শেষ নয়, সম্প্রতি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক রেয়াত হোসেনের শপথ বাক্য় পাঠ কে করাবেন এবং কোথায় শপথ বাক্য পাঠ হবে সেই নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। চলেছিল এক প্রস্থ চিঠি চালাচালি। এবার রাজ্যপাল কি করেন সে দিকেই নজর থাকবে সকলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#letter, #WB Assembly, #Oath Ceremony, #C V Anand Bose, #tmc

আরো দেখুন