বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! বঙ্গ থেকে বিদায় নেবে শীত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাজুড়ে শীতের আমেজ। তবে এর মাঝেই নিম্নচাপের হানায় কী বদলে যাবে মনোরম আবহাওয়া? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া অপরিবর্তিতই থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী ২ দিনে তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তাই এর সরাসরি কোনও প্রভাব বঙ্গে পড়বে না বলেই জানা যাচ্ছে।
আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়সহ বেশ কিছু জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে।