রাজ্য বিভাগে ফিরে যান

আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, ঠিক হবে সংসদে কোন পন্থা নেবে তৃণমূল?

November 25, 2024 | 2 min read

আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকে বসবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই হবে বৈঠক। ২০২১-র বিধানসভা, ২০২২-র পুরসভা, ২০২৩ সালের পঞ্চায়েত, ২০২৪ সালের লোকসভার পর উপনির্বাচনেও সবুজ ঝড়। বিরোধীরা ছাপ ফেলতেই পারেনি ভোট বাক্সে। গত কয়েক বছর ধরে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী ময়দানে তৃণমূলের ট্র্যাক রেকর্ড ঈর্ষা করার মতোই। আজ কি জয় নিয়ে কোনও বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

একের পর এক ইস্যু তোলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপে ফেলার চেষ্টা হয়েছে কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রেখেছে বাংলা। উপনির্বাচন আরও একবার স্পষ্টভাবে প্রমাণ করল, বিজেপির উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করতে পারে আঞ্চলিক দলগুলিই। আজ তিনি স্পষ্ট করে দিতে চান, ইন্ডিয়া জোটের শক্তি আঞ্চলিক দলই। আসন্ন যাবতীয় নির্বাচনী আবহে তৃণমূল সহ প্রত্যেক আঞ্চলিক দলকে সামনের সারিতে নিয়ে আসার বার্তাই জাতীয় মঞ্চে পৌঁছে দিতে চলেছে দলের শীর্ষ নেতৃত্ব। বাংলা বা ঝাড়খণ্ড, আঞ্চলিক দলের কাছেই পরাজিত হচ্ছে বিজেপি। সর্বভারতীয় কোনও দল কিন্তু বিজেপিকে হারাতে পারছে না।

ছয় আসনের উপনির্বাচনে বিপুল জয়ের পর আত্মবিশ্বাসী তৃণমূল। শাসক দলের অন্দরের খবর, আরজি করকে কেন্দ্র করে বিরোধীদের লাগাতার আন্দোলনে তৃণমূলের মধ্যেও যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা কেটে গিয়েছে। তৃণমূল সুপ্রিমোর ডাকা বৈঠক আলোচ্য বিষয় হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। ফল ঘোষণার দু’দিনের মধ্যে বৈঠক; আজ সংসদের অধিবেশন শুরু হওয়া সত্ত্বেও লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে কোন কোন বিষয়ে তৃণমূল সরব হবে, রূপরেখা ঠিক করে দেবেন দলনেত্রী। তৃণমূল ইন্ডিয়ায় ছিল, থাকবেও। কিন্তু আঞ্চলিক দল হিসেবে যাতে তাঁদের পিছনের সারিতে ঠেলে দেওয়া না হয়, সেটাই বোঝাতে চাইছেন তিনি। এক শীর্ষ নেতার কথায়, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লাগাতার কেন্দ্রীয় এজেন্সিকে নামানো হয়েছে। বাংলাকে আর্থিক বঞ্চনা করা হচ্ছে। তারপরও ভোটে বিজেপির জন্য ইতিবাচক কিছু নেই। তাই আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব দেওয়া এবং শক্তিশালী করা দরকার। আজ কালীঘাটের বৈঠকে রাজ্য নিয়ে কী হয়, তা নিয়েও প্রবল গুঞ্জন রয়েছে। তৃণমূলের রদবদলের হয় কি-না সেদিকেই নজর সকলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Mamata Banerjee, #tmc, #Kalighat

আরো দেখুন