← রাজ্য বিভাগে ফিরে যান
পুরুলিয়ায় কনকনে ঠাণ্ডার পূর্বাভাস, কেমন পড়বে বাকি জেলায় শীত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও শীতল হাওয়ার জন্যই দক্ষিণবঙ্গে শীত অনুভূত হয়। সেই শীতল হাওয়া আসে পুরুলিয়ার দিক থেকে। জাঁকিয়ে শীত পড়লে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। বীরভূমের শ্রীনিকেতনে ইতিমধ্যেই কনকনে ঠান্ডা পড়েছে। সেখানে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ফিডিগ্রি। বর্ধমান ও বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি ছিল। এই মুহূর্তে দার্জিলিংয়ের তাপমাত্রা ৬.২ ডিগ্রি।