ঘূর্ণিঝড়ে পরিণত হবে ফেনজল, বাংলায় কি আদৌ প্রভাব পড়বে?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ুর চেন্নাই উপকূল অভিমুখে এগোবে। পুদুচেরি থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এটি অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের নাম ফেনজল। সৌদি আরব এই নাম দিয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের ৪ জেলায়। শনিবার থেকে সোমবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং পার্বত্য এলাকায়। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে।