← দেশ বিভাগে ফিরে যান
আবারও ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, খোয়া গেল ৬৫ লক্ষ!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার ঘটনা। সম্প্রতি জানা গেল, ফের এই ফাঁদে খোয়া গিয়েছে ৬৫ লক্ষের বেশি টাকা। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যেই ই-মেল করে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, অভিযোগকারী শহরে চিকিৎসা করাতে এসেছিলেন। তাঁকে ফোনে বলা হয়, এয়ারপোর্টে তাঁর পার্সেলে আটকে গিয়েছে। তাতে কিছু বেআইনি নথি রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হবে। মুম্বই পুলিশের অফিসার সেজে এক ব্যাক্তি তাঁর সঙ্গে ভিডিও কলে কথাও বলে। আধার কার্ড, প্যান কার্ডও চাওয়া হয়। তারপর আধার ও প্যান কার্ডের ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠান অভিযোগকারী। তারপরই দু’দিনে তিন দফায় তাঁর ব্যাঙ্ক থেকে ৬৫ লক্ষ ৩৩ হাজার টাকা উধাও হয় বলে অভিযোগ। সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।