জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে পাঁচ দিনের পাখি উৎসব
November 28, 2024 | < 1min read
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শুরু হতে চলেছে পাখি উৎসব, আগামী ২২ জানুয়ারি থেকে সুন্দরবনে শুরু হবে পাখি উৎসবের তৃতীয় সংস্করণ। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে পাখি উৎসব। মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভের কর্তারা।
বার্ড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে আবেদন করতে হবে। প্রথমবার তিন দিন ধরে চলেছিল পাখি উৎসব। দ্বিতীয় বছরে চারদিন। এবার তৃতীয় বর্ষের উৎসব হবে পাঁচদিনের। ছ’টি দলের মোট ২৪ জনকে অনুমতি দেওয়া হবে। তাঁরা জঙ্গলে পাখিদের ছবি তুলবেন। সঙ্গে অফিসাররাও থাকবেন। গতবার পাখি উৎসবে ব্যাপক সাড়া মিলেছিল।