BJP বিধায়কের গলায় রাজ্যের মন্ত্রীর প্রশংসা, ফের ফুলবদল বঙ্গ রাজনীতিতে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এনে বুধবার, বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। প্রস্তাব গ্রহণ করা হলেও আলোচনা করতে না দেওয়ার অভিযোগে বিধানসভা কক্ষ ত্যাগ করে বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির বিধায়করা। তখনই বিধানসভার করিডরে ধরা পড়ল অন্য ছবি। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে একান্ত আলোচনায় ব্যস্ত ছিলেন গোঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক।
এতেই ফের দলে ভাঙনের জল্পনায় ঘি পড়েছে। বিজেপির অন্য বিধায়কদের মধ্যে গুঞ্জনও শুরু হয়ে যায়। বিজেপির পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষ জানান, এমন হয়েছে বলে তাঁর জানা নেই। পাশাপাশি বলেন, যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়নি। খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান। যদিও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন খোদ বিজেপি বিধায়ক বিশ্বনাথ। এক ডিজিটাল সংবাদ মাধ্যমে বিজেপি বিধায়ক জানান, রাজনৈতিক সৌজন্যের খাতিরে তিনি কথা বলেছেন। তিনি এবং বেচারাম মান্না যে একই জেলার বিধায়ক, তাও মনে করিয়ে দিয়েছেন।
এদিন, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বেচারাম মান্নার প্রশংসা করেছেন বিশ্বনাথ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপির বাকি বিধায়করা বিধানসভা বয়কট করে বাইরে চলে গেলেও গোঘাট পশ্চিমের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে তখন বিধানসভার মধ্যে বেচারামের সঙ্গে একান্ত আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়। বিশ্বনাথ বলেন, রাস্তার (রাস্তা নির্মাণ) বিষয়ে তাঁকে অনেক সাহায্য করেছেন রাজ্যের মন্ত্রী। এদিন বিধানসভা থেকে বেরানোর সময় তাঁকে ডাকেন। রাস্তা সংক্রান্ত বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। এর সঙ্গে দল বদলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি। তবে বঙ্গ রাজনীতিতে ফের দলবদলের জল্পনা উস্কে উঠেছে।