রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দুর উপর আস্থা হারাচ্ছে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব?

November 28, 2024 | < 1 min read

— গ্রাফিক: মানস মোদক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের বিজেপির সদস্য সংগ্রহের হাল খুব খারাপ। তা নিয়ে বিজেপি নেতৃত্বের অভ্যন্তরে চাপা অসন্তোষ ছিলই। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তোপে রাজ্য বিজেপির নেতারা। বিজেপির কেন্দ্রীয় নেতা সরাসরি হুঁশিয়ারি দিলেন। ভার্চুয়াল বৈঠকে বিজেপির এই রাজ্যের বিধায়ক এবং সাংসদদের তুলোধুনো করলেন সুনীল বনশল। তিনি এই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। সেখানে তিনি দলের পুরনো নেতাদের সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন।

রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মতো রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিদের সদস্য সংগ্রহের নেতৃত্বে সামনে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গত বিধানসভা, লোকসভা, সাম্প্রতিক উপ নির্বাচন সব ক্ষেত্রেই দেখা গিয়েছে ক্রমশ রাজ্যে জমি হারাচ্ছে বিজেপি। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী ক্রমাগত ব্যর্থতার জন্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি আস্থা হারাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? না কি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখে চলার বার্তা দেওয়া হল।

বিজেপি সূত্রে খবর, ওই বৈঠকে সুনীল বনশল বলেন, কোন বিধায়ক এবং সাংসদ কী করছেন সব খবর আছে আমাদের কাছে। এলাকায় যান না অনেকেই। ঘুড়ে বেড়ান অন্য জায়গায়। অন্য জায়গায় গিয়ে মস্তানি দল মেনে নেবে না। নিজের এলাকায় সময় দিন। সংগঠন তৈরি করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #dilip ghosh, #politics, #Rahul Sinha, #West Bengal, #bjp

আরো দেখুন