রাজ্য বিভাগে ফিরে যান

৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, প্রস্তুতি তুঙ্গে

November 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্ধারিত সূচি মেনে আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে নিউ টাউনে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সম্মেলনের সূচনা হবে। দু’দিনের এই সম্মেলনে থাকবে একাধিক বাণিজ্য বিষয়ক বৈঠক, দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং প্রদর্শনী। একই সঙ্গে অনুষ্ঠান চলবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেও।

গত বছরের ২১ এবং ২২ নভেম্বর বিজিবিএস-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। সে বার তিন বছরে ২০ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পপতি মুকেশ অম্বানি। এর পর চলতি বছরে বিজিবিএস-না করার সিদ্ধান্ত নেয় রাজ্য। তার পরিবর্তে পুজোর আগে ‘বিশ্ব বাংলা শপিং ফেস্টিভ্যাল’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া, পশ্চিমবঙ্গ সরকার বরাবরই দাবি করে এসেছে, লগ্নির সেরা গন্তব্য এ রাজ্যই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারির ওই সম্মেলনকে মাথায় রেখে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না নবান্ন।

সরকারি সূত্রে খবর, বড়, ক্ষুদ্র-ছোট-মাঝারি, পরিকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, পর্যটন, পরিবহণ, চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্র ভাগ করে আগেই কয়েকটি সেক্টর কমিটি গড়া হয়েছে। প্রতিটি কমিটিতে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরাও। নিয়মিত সেই কমিটিগুলির বৈঠক হওয়ার কথাও শোনা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #BGBS, #World Bengal Business Summit

আরো দেখুন