রাজ্য বিভাগে ফিরে যান

ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে শুরু হল ‘ডক্টরস সামিট ২০২৪’, এক মাস ধরে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা

November 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় শনিবার থেকে শুরু হলো একমাসব্যাপী বিনামূল্যে আধুনিকতম চিকিৎসা পরিষেবা। আজ দক্ষিণ ২৪ পরগণার আমতলায় সমন্বয় অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ‘ডক্টরস সামিট ২০২৪’, যেখানে পাওয়া যাবে জটিল অসুখের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা।

‘ডক্টরস সামিট ২০২৪’এর প্রথম দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের মডার্ন মেডিসিন, আয়ুষ মিলিয়ে এক হাজারেরও বেশি ডাক্তারের সঙ্গে মুখোমুখি কথা বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে এক মাস ধরে এক হাজারের বেশি এই ডাক্তাররা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রেই পর্যায়ক্রমে স্বাস্থা শিবিরগুলিতে বসে পরামর্শ দেবেন রোগীদের।

বছর এমপি কাপ, যা লোকসভা এলাকার অন্যতম ফুটবল টুর্নামেন্ট,তা স্থগিত রেখে এবার বড় মাপের এই স্বাস্থ্য পরিষেবার জন্য ‘ডক্টরস সামিট ২০২৪ আয়োজন করা হয়েছে। টানা একমাস, প্রতিদিন ১০০টি করে শিবির হবে এই লোকসভা কেন্দ্রে। ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার প্রতিটিতে অন্তত ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে, যা চলবে ১০ দিন করে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #Diamond Harbour, #medical services, #Doctors summit 2024

আরো দেখুন