সোমবার রাজ্যের ছয় নব নির্বাচিত বিধায়কের শপথগ্রহণ, বিধানসভায় আসছেন রাজ্যপাল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকার ও তৃণমূলের সঙ্গে সাম্প্রতিক সময়ে বারবার রাজ্যপালের সম্পর্ক তিক্ত হয়েছে। দু’পক্ষই জড়িয়েছে সংঘাতে। রাজভবন ও নবান্নের সম্পর্কের এহেন আবহে, রাজ্যপাল আসছেন বিধানসভায়। সোমবার দুপুরে ছ’জন নবনির্বাচিত বিধায়ককে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। যা রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শপথ গ্রহণ কবে হবে, কে শপথ বাক্য পাঠ করাবেন, তা ঠিক করেন রাজ্যপাল। শেষ দুই উপনির্বাচনের পর দেখা গিয়েছে, রাজ্যপালের টালবাহানায় বিধানসভা কর্তৃপক্ষ নিজের নিয়ম অনুসারে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। ২৩ নভেম্বর সিতাই, মাদারিহাট, তালডাংরা মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন ছয় তৃণমূল প্রার্থী। তাঁদের বিধায়ক পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য চিঠি দেওয়া হয়েছিল রাজভবনে। তার পরিপ্রেক্ষিতেই রাজভবন থেকে জানানো হয়েছে, আগামী সোমবার বেলা সাড়ে বারোটার সময় বিধানসভায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল বিধানসভায় আসবেন এবং তিনি শপথ বাক্য পাঠ করাবেন।