উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবার পাখির চোখে দার্জিলিং দেখবেন পাহাড়প্রেমীরা, কী উদ্যোগ নিচ্ছে রাজ্য?

December 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাখির চোখে পাহাড় দেখবেন পর্যটকেরা। শীঘ্রই দার্জিলিংয়ে চালু হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা। দার্জিলিঙের সুখিয়াপোখরি ব্লকের দুতেরিয়া এবং কালিম্পঙের ডেলোয় নতুন দুটি হেলিপ্যাড নির্মাণ হতে চলেছে। মিরিকের হেলিপ্যাডও সংস্কার করা হচ্ছে।

এই বছরই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন। দ্রুততার সঙ্গে কাজ শেষ করার চেষ্টা করা হবে। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ হলে সেখান থেকেও একটি হেলিপ্যাড চালু করা হবে। নয়া বছরে জানুয়ারির শেষে হেলিকপ্টার পরিষেবা চালু করে দেওয়া হতে পারে।

ধসের জেরে পাহাড়ে গিয়ে প্রায়ই বিপাকে পড়েন পর্যটকরা। তাই এবার বিকল্প ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হেলিকপ্টারে চেপে পাহাড় দেখতে কত খরচ পড়বে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Helicopter, #Helicopter Service, #Darjeeling, #Kalimpong

আরো দেখুন