পর্যটকদের জন্য সুখবর! সোমবার থেকে খুলে যাচ্ছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিসেম্বর পড়তেই পর্যটকদের জন্য সুখবর। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে খুলে যাচ্ছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প। কালীপুর ও মৌচুকি বনবাংলোও খুলে দেখা হচ্ছে সোমবার থেকে। সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প। ক্যাম্পে যাঁরা রাত্রিবাস করবেন, তাঁদের জন্য মূর্তি নদীতে হাতির স্নান দেখা এবং হাতির সঙ্গে সেলফির সুযোগ থাকছে। ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প থেকে হাতি সাফারিও করা যাবে। হাতি সাফারির জন্য অনলাইনে বুকিং করতে হবে। এলিফ্যান্ট ক্যাম্পে রাত্রিবাসের বুকিং আপাতত অফলাইনেই করা যাবে।
বনদপ্তর সূত্রে খবর, ২ ডিসেম্বর থেকে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পে থাকতে পারবেন পর্যটকরা। হলং বনবাংলোয় অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে কটেজে সৌর আলোর ব্যবস্থা করা হয়েছে। ভাড়াও কমানো হয়েছে। প্রতিটি কটেজের ভাড়া ছিল ২,২০০ টাকা। এখন ভাড়া ১,২০০ টাকা। খাওয়াদাওয়ার ব্যবস্থা করবে বন সুরক্ষা কমিটি। এজন্য ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার মিলিয়ে মাথাপিছু ৫৫০ টাকা খরচ হবে। সন্ধ্যায় এলিফ্যান্ট ক্যাম্পে আদিবাসী নাচ-গানের ব্যবস্থা থাকছে। পরিবার প্রতি ২৭৫ টাকা করে নেওয়া হবে এ বাবদ।
তবে ধূপঝোরা গাছবাড়ি এখনই চালু হচ্ছে না। সংস্কারকাজ হলেও গাছবাড়িতে আরও কাজ বাকি। তা শেষ না করে ধূপঝোরা গাছবাড়িতে পর্যটকদের বুকিং দেওয়া হবে না বলে খবর বনদপ্তর সূত্রে।