কলকাতা বিভাগে ফিরে যান

আজ সন্ধ্যা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে শহরের যান চলাচল?

December 1, 2024 | < 1 min read

দ্বিতীয় হুগলি সেতু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সন্ধ্যা থেকে থেকে ২ তারিখ সকাল পর্যন্ত উরস উৎসবের কারণে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্রাফিক পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অন্য পথে যান চলাচল করবে। খিদিরপুর রোড-সহ একাধিক রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আরও বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হবে। খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ থাকবে।

খিদিরপুর রোড ধরে পশ্চিমগামী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড বরাবর পূর্বগামী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। যান চলাচল বন্ধ থাকলেও উরস উৎসবে অংশ নিতে পায়ে হেঁটে রাস্তাগুলো ব্যবহার করা যাবে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় ট্রাফিকের উপর চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন থাকবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Second Hooghly bridge, #vehicular traffic

আরো দেখুন