হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

শাসক দলই বরাবর উপনির্বাচনে জেতে? কী বলছে পরিসংখ্যান?

December 1, 2024 | < 1 min read

শাসক দল : বামফ্রন্ট

১৯৮৪ বেলগাছিয়া কেন্দ্র সিপিএমের লক্ষ্মী সেনকে পরাস্ত করেছিলেন কংগ্রেসের অমর ভট্টাচার্য।

১৯৮৪ বোলপুর কেন্দ্র আরএসপির প্রার্থীকে হারিয়ে জয়ী হন কংগ্রেসের সুশোভন ব্যানার্জী।

১৯৯৫ অশোকনগর কেন্দ্র সিপিএম প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন বিজেপির বাদল ভট্টাচার্য।

২০০০ পাঁশকুড়া লোকসভা কেন্দ্র সিপিআই প্রার্থী গুরুদাস দাশগুপ্তকে হারিয়ে জয়ী হন
তৃণমূল প্রার্থী বিক্রম সরকার।

২০০০ বিনপুর বিধানসভা সিপিএম প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন ঝাড়খণ্ড পার্টির নরেন গোষ্ঠীর প্রার্থী চুনিবালা হাঁসদা।

২০০৯ রাজগঞ্জ কেন্দ্র বাম প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন তৃণমূলের খগেশ্বর রায়।

২০০৯ বিষ্ণুপুর পশ্চিম কেন্দ্র বামফ্রন্টের প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন তৃণমূলের মদন মিত্র।

২০০৯ পূর্ব বেলগাছিয়া কেন্দ্র সিপিএমের প্রার্থী রমলা চক্রবর্তীকে হারিয়েছিলেন তৃণমূলের সুজিত বসু।

শাসক দল : তৃণমূল কংগ্রেস

২০১৩ রেজিনগর কেন্দ্র তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকে হারিয়ে জয়ী হন কংগ্রেসের রবিউল আলম চৌধুরী।

২০১৪ বসিরহাট দক্ষিণ কেন্দ্র তৃণমূল প্রার্থী দিপেন্দু বিশ্বাসকে হারিয়ে জয়ী হন বিজেপির শমীক ভট্টাচার্য।

২০১৯ কৃষ্ণগঞ্জ কেন্দ্র তৃণমূল প্রার্থী প্রমথ রঞ্জন বোসকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী আশিস বিশ্বাস।

২০১৯ ভাটপাড়া কেন্দ্র বিজেপির প্রার্থী পবন সিংয়ের কাছে পরাস্ত হন তৃণমূলের মদন মিত্র।

২০২৩ সাগরদিঘি কেন্দ্র বাম-কংগ্রেসের জোটের প্রার্থী বায়রন বিশ্বাসের কাছে হারেন তৃণমূল প্রার্থী দেবাশীষ ব্যানার্জি ।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন