রাজ্য বিভাগে ফিরে যান

জল্পনা উড়িয়ে সোমবার বিধানসভায় ৬ বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল

December 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমস্ত জল্পনা উড়িয়ে সোমবার বিধানসভায় হাজির হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপনির্বাচনে জয়ী শাসক দলের ৬ বিধায়ককে সোমবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও।

গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া। ছয়টি আসনেই জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। অতীতে উপ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণ নিয়ে বিধানসভা বনাম রাজভবনের মধ্যে একাধিকবার জটিলতা দেখা গিয়েছে।

কখনও জয়ী প্রার্থীদের বিধানসভার পরিবর্তে রাজভবনে ডেকে শপথবাক্য পাঠ করাতে চেয়েছিলেন বোস, কখনও বা স্পিকারের পরিবর্তে সেই দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে। তা নিয়ে কম বিতর্কও হয়নি। তবে, এবারে সেই পরিস্থিতি তৈরি হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#governor, #Oath, #Oath Ceremony

আরো দেখুন