‘দিল্লি চলো’র ডাক, কৃষকদের অভিযানে বিপর্যস্ত রাজধানী
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন পাঞ্জাব-হরিয়ানার আন্দোলনকারী কৃষকরা। তারই মহড়া চলল সোমবার। সপ্তাহের প্রথমদিনেই দিল্লি অভিমুখে রওনা দেন উত্তরপ্রদেশের কৃষকদের একাংশ। কৃষকদের রুখতে রীতিমতো কালঘাম ছুটে যায় পুলিশের। দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সারা ভারত কিষান সভার নেতৃত্ব জানিয়েছেন, দিল্লি-নয়ডা সীমানায় আন্দোলনে বসলেও রাস্তা আটকানো হয়নি। গাড়ি চলাচলের পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে।
নিজেদের দাবি-দাওয়া নিয়ে দিল্লির যন্তরমন্তরে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চেয়েছিলেন আন্দোলনকারী কৃষকরা। পুলিশ অনুমতি না দেওয়ায়; প্রতিবাদে দিল্লি-নয়ডার সীমানাতে অবস্থানে বসেন কৃষকেরা। আন্দোলনকারীদের সাফ বার্তা, প্রশাসনের শীর্ষকর্তারা কথা না বলা পর্যন্ত তাঁরা রাস্তাতে বসবেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ-সহ বিভিন্ন ইস্যুতে দিনের পর দিন যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকেরা। কিন্তু যোগী সরকার কোনও গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা দিল্লি অভিযানে নামছেন।
পাঞ্জাব-হরিয়ানা সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে চেয়েছে হরিয়ানা সরকার। শম্ভু ও খানাউরি সীমানার আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, ৬ ডিসেম্বর থেকে দিল্লি চলো অভিযান শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পথ হাঁটবেন কৃষকরা। রাতে বিশ্রাম নেবেন। পথে পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই ধর্না-অবস্থান শুরু করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।