দেশ বিভাগে ফিরে যান

সম্ভল ইস্যুতে উত্তাল রাজ্যসভা! সমাজবাদী পার্টি, তৃণমূল-সহ ওয়াক আউট বিরোধীদের

December 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার আবারও সম্ভল ইস্যুতে উত্তাল হয়ে উঠল সংসদের শীতকালীন অধিবেশন। এদিন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ অধ্যাপক রামগোপাল যাদব, সংসদে সম্ভল হিংসা নিয়ে সরব হন। তিনি বলতে আরম্ভ করতেই, তাঁর বক্তব্য না-বলতে দেওয়ার অভিযোগ উঠছে। অভিযোগ, বক্তব্য রাখার সময় তাঁকে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে এবং সম্ভলের ঘটনার প্রতিবাদে বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করে। সমাজবাদী পার্টি ছাড়াও তৃণমূল, আপ, আরজেডি, আইইউএমএল, শিবসেনার (উদ্ধব শিবির) মতো বিরোধী দলের সাংসদরা অধিবেশন ছেড়ে বেরিয়ে যান।

উল্লেখ্য, ধর্মীয় ইস্যুতে পশ্চিম উত্তরপ্রদেশের সম্ভল গত কয়েকদিন যাবৎ উত্তাল। পুলিশের গুলিতে চার বিক্ষোভকারীর মৃত্যুতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অন্যদিকে, মঙ্গলবারই ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সময়ে পুলিশের বাধার মুখে পড়ে কংগ্রেসের প্রতিনিধি দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #politics, #sambal election, #sambal

আরো দেখুন