রাজ্য বিভাগে ফিরে যান

এবার দুয়ারে সরকারে ‘শিল্পের সমাধান’, কর্মসংস্থান বাড়াতে নয়া পদক্ষেপ রাজ্যের

December 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার ‘দুয়ারে সরকার’-এ নতুন উদ্যোগ নিয়ে আসছে রাজ্য। শিল্পোদ্যোগ ও কর্মসংস্থান বাড়াতে শুরু হতে চলেছে ‘শিল্পের সমাধান’। রাজ্যের প্রত্যেকটি ব্লক ও পৌর এলাকায়, আগামী ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ শিবির আয়োজিত হবে।

রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজিত শিবিরে ১২ ধরণের পরিষেবা প্রদান করা হবে। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কারিগরদের সরঞ্জাম এবং মৃত্যুকালীন সুবিধার জন্য আবেদন করা যাবে। যদি কোনও প্রকল্প নিয়ে
কোনওরকম সমস্যা থাকে, তার সমাধানও মিলবে।

ডিসেম্বরকে ‘ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পোদ্যোগের মাস’ হিসাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যার মাধ্যমে রাজ্যের হস্তশিল্প কারিগর ও উদ্যোক্তাদের জন্য তথ্য প্রচার এবং সার্বিক উন্নয়ন ঘটানো হবে। সম্প্রতি এক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং ক্ষুদ্রশিল্প দপ্তর সচিব রাজেশ পাণ্ডে ‘শিল্পের সমাধানে’র রূপরেখা ও দিনক্ষণ চূড়ান্ত করেছেন। এতে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। যা শিল্পোদ্যোগীদের মধ্যে নতুন উদ্যম ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Duare Sarkar, #Duare Sarkar Camp, #SHILPA SOMADHAN

আরো দেখুন