বিনোদন বিভাগে ফিরে যান

কেরিয়ার মধ্যগগনে থাকতে কেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বিক্রান্ত?

December 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফিল্মি কেরিয়ার মধ্যগগনে তিনি। ইতিমধ্যেই পেয়েছেন জাতীয় পুরস্কারও। তাঁর অভিনীত ‘১২ ফেল’ মুভির দ্বারা দর্শকদের কাঁদিয়ে তুলিয়েছিলেন তিনি। কিন্তু এবার কী তিনি অবসর ঘোষণা করতে চলেছেন বলি ইন্ডাস্ট্রি থেকে? এই জল্পনা চলছে নেট দুনিয়ায়।

২০০৭ সালে ডিজনির জনপ্রিয় ধারাবাহিক ধুম মচাও ধুম-এর মাধ্যমে অভিনয়ের জগতে আসেন বিক্রান্ত। এরপর বালিকা বধূ, ধর্মবীর এবং কবুল হ্যায়-এর মতো সিরিয়াল তাঁকে ঘরোয়া দর্শকদের মনে জায়গা করে দেয়। তখন টেলিভিশনে কাজ করে মাসে ৩৫ লাখ টাকা উপার্জন করতেন বিক্রান্ত।

তবে ছোট পর্দায় আটকে থাকেননি তিনি। ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে একের পর এক হিট সিরিজে নজর কাড়েন বিক্রান্ত। মির্জাপুর, ব্রোকেন বাট বিউটিফুল এবং ক্রিমিনাল জাস্টিস-এর মতো সিরিজ তাঁকে নিয়ে যায় এক নতুন উচ্চতায়।

সোমবার সন্ধ্যায় সংসদের বালাযোগী অডিটোরিয়ামে তাঁর নতুন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন বিক্রান্ত নিজেও। অভিনয় ছাড়ার ঘোষণার পর এটিই ছিল তাঁর প্রথম জনসমক্ষে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংসদদের সঙ্গে এই ছবি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। যদিও সাংবাদিকরা তাঁকে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট সম্পর্কে জিগ্গেস করলে তিনি কোনও উত্তর না দিয়েই চলে যান। বিক্রান্তের হয়ে তাঁর সহ-অভিনেতা রাশি খান্না ছবিটি সম্পর্কে কথা বলার দায়িত্ব নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #Retirement, #Vikrant Massey

আরো দেখুন