আজ উদ্বোধন KIFF-র, বেঙ্গলি প্যানোরমা বিভাগে থাকছে কোন কোন ছবি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বুধবার থেকে কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। দেশ-বিদেশের বহু ছবি দেখতে পারবেন সিনেপ্রেমীরা। সঙ্গে থাকছে সিনেমা বিষয়ক আলোচনা। নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রান্তের একাধিক প্রেক্ষাগৃহ ছবি দেখানো হবে। চলতি বছর ফেস্টিভ্যালের থিম ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। এবারও দেখানো হবে বাংলা ছবি।
গত বছর থেকে ফিল্ম ফেস্টিভ্যালে যুক্ত হয়েছে বেঙ্গলি প্যানোরমা বিভাগ। এই বিভাগে রয়েছে সাতটি সিনেমা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি ‘ভানু’ দেখানো হবে ফেস্টিভ্যালে। অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে থাকছে অঙ্কিত মজুমদার। অঞ্জন দত্ত ও অপর্ণা সেন অভিনীত পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ থাকছে ফেস্টিভ্যালে। প্রমিতা ভৌমিক পরিচালিত ‘অহনা’ ছবিতে পুরুষতান্ত্রিক সমাজে এক নারী কীভাবে তার পছন্দের জায়গায় পৌঁছয়, সেই সংগ্রাম ফুটে উঠেছে। অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত।
ঋষভ বসু অভিনীত ও অভিজিৎ চৌধুরী পরিচালিত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ দেখানো হবে। বঙ্গের নবজাগরণের সঙ্গে জড়িত চার চিত্রশিল্পীর আঁকা ছবির এক অদ্ভুত যোগসূত্র রয়েছে ছবিতে। দীপক বন্দ্যোপাধ্যায় ও প্রিয় চট্টোপাধ্যায়ের ‘মন মাতাল’ ছবিতে উঠে আসবে এক মানসিক সমস্যার দিক। সুদীপ্তা চক্রবর্তী, সন্দীপ্তা সেন অভিনীত ‘আপিস’-এ ফুটে উঠেছে দুই নারীর গল্প। অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালনা করেছেন এই ছবি। অর্ক মুখোপাধ্যায়ের ‘কাল্পনিক’ দেখানো হবে। ‘বেঙ্গলি প্যানোরমা’ ছাড়াও অন্যান্য বিভাগে একাধিক বাংলা ছবি দেখার সুযোগ পাবেন দর্শকেরা।